ASANSOL

রেলের স্কুল বন্ধ হবে না, রেলমন্ত্রী আমার কথা রেখেছেন : অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, আসানসোল, : ( Asansol Live News Today ) কয়েকদিন আগেই সুখবর এসেছে রেলের স্কুল বন্ধ হবে না। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করার পরে রেলমন্ত্রী উদ্যোগ নিয়ে এই স্কুল বন্ধ হওয়ার রুখে দিয়েছেন। এর পরই আসানসোল ইস্টার্ন রেলওয়ে স্কুলে আজ আজাদী কে মহোৎসব শিরোনামে একটি অনুষ্ঠান হল এবং সেখানে ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল সহ রেলকর্মীরা।

এদিন অগ্নিমিত্রা পাল বলেন আমি রেলমন্ত্রী কে অনুরোধ করেছিলাম যাতে স্কুল টা বন্ধ না হয়। তিনি আমার কথা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ডিআরএম পরমানন্দ শর্মা জানিয়েছেন রেলের এই স্কুলগুলিকে আগামী দিনের মডেল স্কুল হিসেবে তৈরি করা হবে এবং সমস্ত সুযোগ সুবিধা অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যা যা সুবিধা আছে সব সুবিধাই পাওয়া যাবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *