জাতীয় সড়কে দুই ডাম্পারের রেষারেষিতে মৃত্যু হল বাইক চালকের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: শনিবার বিকেলে জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি এলাকার তফসি গ্রাম পঞ্চায়েতের কোনস্তরিয়া এরিয়ার সামনেই ৬০ নম্বর জাতীয় সড়কে দুই ডাম্পারের রেষারেষিতে মৃত্যু হল বাইক চালক এক যুবকের আহত হলেন ওই বাইক চালকের সঙ্গে থাকা অপর এক যুবক। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার বিকেলে সৌরভ ঘোষ নামের ডোবরানা পঞ্চায়েতের বাসিন্দা যুবক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন,
সে সময় দুটি ডাম্পার রেষারেষি করার সময় তাদের সামনেই বাইক নিয়ে এসে পড়েন সৌরভ। মুহূর্তে সৌরভকে চাপা দেয় রেষারেষি করতে থাকা এক ডাম্পার তার সঙ্গে থাকা তার সঙ্গী কোনক্রমে লাফিয়ে নিস্তার পান। তবে অল্পবিস্তর আঘাতপ্রাপ্ত হয় সেও। এই ঘটনার পরপরই স্থানীয় এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, পরে ট্রাফিক পুলিশ ও কেন্দা ফাঁড়ি আইসি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত মানুষজনেদের আশ্বস্ত করে পরিচিতি স্বাভাবিক করেন। স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেছেন ওই এলাকায় যাননিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড লাগানোর প্রয়োজন রয়েছে, পাশাপাশি হাম্প বসিয়ে গতি নিয়ন্ত্রণেরও দরকার আছে বলেই দাবি করেন তারা।