ASANSOL

BREAKING শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে ইডি গ্রেপ্তার করল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : Breaking : ( WB FormerEducation Minister Partha Chattopadhyay arrested by ED ) গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল মহাসচিব মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়( Partha Chattopadhyay)। প্রায় ২৭ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয় তাকে। সম্ভবত প্রথমে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে কড়া নিরাপত্তা বেষ্টনীতে।
তবে পরে সম্ভবত সিদ্ধান্ত বদল করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বেষ্টনীতে পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার উদ্দেশ্যে এগিয়ে চলে কনভয়।
সম্ভবত আজকেই পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে তোলা হতে পারে।

File photo

ইডি সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের তদন্তের সহযোগিতা করছিলেন না এবং প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। এরপর তদন্তকারী আধিকারিকরা, দিল্লির আধিকারিকদের সাথে কথা বলেন এবং দিল্লি থেকে সবুজ সংকেত আসার পরেই তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয় যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন সেরকম কোন অ্যারেস্ট মেমো এবং সিজার লিস্ট দেওয়া হয়নি ইডি আধিকারিকরা বলেছেন কার্যালয়ে সেইগুলি দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,
শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে গতকাল রাজ্যে মোট ১৩ জায়গায় হানা দেয় এনফোরসমেন্ট ডাইরেক্টরেট (ED)। সন্ধ্যা গড়ানোর সাথে সাথেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানাদিয়ে রবিবার সকাল পর্যন্ত ২১ কোটি টাকা এবং ২০ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। এদিকে শেষ পাওয়া খবরে রাত্রী ১২ টার পরও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির আধিকারিকদের থাকবার খবর পাওয়া যায়। সকাল হতেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে কলকাতা পুলিশের বিরাট বাহিনী জড়ো হয়।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আইনজীবীদের সামনে বসে সেই সব নথিতে সই করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জের অভিজাত আবাসনে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের অর্থের উৎস কী, সেই নিয়েই আরও এক দফা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাঁকে। ইডি সূত্রে আগেই জানানো হয়েছে, উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

শুক্রবার সকাল প্রায় সাড়ে ৭ টা থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত ২৭ ঘণ্টা টানা জেরা করার পরে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।এই জিজ্ঞাসাবাদের পরই কোনদিকে আগামী ঘটনা মোড় নেবে সে দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *