ASANSOL

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আরবি টাওয়ার পুজো কমিটির সদস্যরা

বেঙ্গল মিরর, আসানসোল: সাম্প্রতিক দুর্যোগে আসানসোলের ‌কোড়া পাড়ার পঁয়তিরিশটি সংসার ভেসে গেছে। বাড়ি ভেঙে চুরমার, সমস্ত জিনিস নদীর জলের তোড়ে ভেসে গেছে। পাশের ব্লু ফ্যাক্টরি প্রাথমিক স্কুলে থাকা ও কমিউনিটি কিচেনে‌ খাওয়া চলছে। কিন্তু বাচ্চাদের লেখাপড়ার সব সামগ্রী ধুয়ে মুছে গেছে। আজ আরবি টাওয়ার পুজো কমিটির তরফে বাহান্নটা বাচ্চার হাতে পড়াশোনার খাতা‌ বই পেন‌ পেন্সিল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন নদীয়া নন্দ ঠাকুর, সুধন্য বিশ্বাস, উজ্জ্বল সাহা , চন্দ্রশেখর কুন্ডু। নদীয়নন্দ বাবু বলেন আমরা আসানসোলের বাকি পুজো কমিটি গুলোকেও বাজেট কাট ছাট ‌করে‌ এই মানুষ গুলোর‌ পাশে‌ দাঁড়াতে অনুরোধ করছি।

Leave a Reply