BARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়া মোড়ে মোবাইল দোকানে পুনরায় চুরি, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড়ে অবস্থিত এক কোনার মোবাইল নামের দোকানে আবারো পুনরায় চুরির ঘটনায় চাঞ্চল্য!₹।ঘটনা সম্পর্কে জানা যায় দেন্দুয়া মোড়ের কোনার মোবাইল নামের দোকানের মালিক কৌশিক মন্ডল বলেন আজ অর্থাৎ রবিবার সকালে দোকান খুলতে এসে দেখে তার আবারো দোকানের দেওয়াল কেটে দোকানের আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

চুরির ঘটনা বিষয়ে দোকানের মালিক বলেন যে এর আগেও চলতি মাসের তিন জুলাই আমার দোকানে চুরির ঘটনা ঘটে সেই বিষয়ে সালানপুর থানাতে অভিযোগ যানানো হয়েছে কিন্তু আবারো পুনরায় আবার তার দোকানেই চুরির ঘটনা এইবার তার দোকানে চুরি গেছে কিছুনগদটাকা, একটি মোবাইল ফোন, হেডফোন সহ মোবাইলের আসবাবপত্র চুরি যায় বলে যানা গেছে।ঘটনার বিষয় সালানপুর থানাতে অভিযোগ যানানো হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।একই দোকানে পরপর দুই বার চুরির ঘটনায় ব্যবসায়ী দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *