ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির পুচড়া গ্রামে খোঁজ মিলল বহু পুরাতন মূর্তির ধ্বংসাবশেষ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি ব্লকের অন্তর্গত পুচড়া গ্রামে খোঁজ মিলল বহু পুরাতন মাটির নিচে থাকা মূর্তির ধ্বংসাবশেষ ।আর খবর পাওয়ার পরই শুক্রবার সকালে পুঁচড়া গ্রামে পৌঁছাল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি দল ।এদিন এই গ্রাম ঘুরে দেখলেন দল তারপর মূর্তি পাওয়া স্থানের পর্যবেক্ষণ করে দেখলেন তারা ।



গ্রামেরই এক বয়স্ক বৃদ্ধা অরুণ মাজি জানান প্রায় দুই হাজার বছর পুরাতন যুগের ধ্বংসাবসেস রয়েছে পুঁচড়া গ্রামের মাটির নিচে ।এই গ্রামটি পঞ্চ চুড়া নাম থেকেই গ্রামের নাম পুঁচড়া হয়েছে ।এখনো মাটি খুঁড়লে পুরাতন যুগের থালা বাসন, মূর্তি পাওয়া যায় ,তাছড়া এই গ্রামে যে রাজা রাজড়া দের পুরাতন ইটের তৈরি রাজমহল ছিল তা ধ্বংস হয়েগেছে কিন্তু সেসকল দামি ইট গুলি চোরের চুরি করে নিয়ে পালিয়েছে ।কিছু মূর্তি রয়েছে যেগুলি চুরি করতে গিয়েও পারেনি কারন জানা গেছে ওই মূর্তি গুলিকে বিশালকায় একটি কালো ও অন্যটি সাদা রঙের দুটি সাপ এখনো পাহাড়া দিয়ে রেখেছে ।যার ফলে সেগুলি এখনো চুরি হয়নি ।তবে আমরা গ্রামবাসীরা এই পুরাতন স্মৃতি যেন পুঁচড়া গ্রামে রয়ে যায় সেই আবেদন রাখব সরকারের কাছে ।


এবিষয়ে পুচড়া পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখোপাধ্যায় জানিয়েছেন , বারাবনি ব্লকের এই গ্রামে কয়েকশো বছরের পুরনো একটি সভ্যতার ধ্বংসাবশেষ আছে । সেই সভ্যতার কিছু অংশের নিদর্শন এখনও দেখা গেলেও , বেশির ভাগ মাটির তলায় ঢাকা পড়েছে । গ্রামের বাসিন্দারা বছরখানেক আগে পুরাতত্ত্ব সর্বেক্ষণে চিঠি লিখে মাটির তলায় চাপা পড়ে যাওয়া , সে সব নিদর্শন খনন করে বার করার আবেদন করেছিলেন । পুরাতত্ত্ব সর্বেক্ষণ সূত্রে জানা গিয়েছে , দেখা যাওয়া মূর্তিগুলির মধ্যে রয়েছে অবলোকিতেশ্বর , বিষ্ণু , জঙল । পার্থসারথি জানান , আরও কিছু প্রাচীন নিদর্শন মিলতে পারে , এই ভেবে পুরাতত্ত্ব সর্বেক্ষণের কাছে খনন করার আবেদন জানানো হয়েছিল । ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার তিন সদস্যের ওই দলটি গ্রাম পরিদর্শন করেছে । পরিদর্শনে আসা দলের সদস্যেরা অবশ্য এ বিষয়ে এখনই কোনও কিছু জানাতে চাননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *