West Bengal

সোমবার ভোরেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
Breaking : কলকাতা হাইকোর্টের নির্দেশ : আগামীকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে AIIMS নিয়ে যাওয়া হবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বিমানবন্দর পর্যন্ত থাকবে এসএসকেএম এর অ্যাম্বুলেন্স চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী তার রায়ে স্পষ্ট করে নির্দেশ দেন এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর।


পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সায় ভুবনেশ্বর এইএমস একটি মেডিক্যাল টিম গঠন করবে। আগামীকাল দুপুর তিনটের মধ্যে রিপোর্ট তৈরি করে তদন্তকারী আধিকারিককে দেবে। এসএসকেএমের চিকিত্‍সক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও রিপোর্ট দিতে হবে। তদন্তকারী আধিকারিক সেই রিপোর্টের কপি কলকাতায় ইডি দফতরে পাঠাবেন। সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করবে ইডি। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনিয়ে নিম্ন আদালতে আগামীকাল বিকেল চারটেয় শুনানি হবে।



আদালতে ইডি-র আইনজীবীরা বিচারপতিকে জানান



এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের ভর্তি মামলায় আজ আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। তারা বলেন অভিযুক্তের পক্ষ থেকে এসএসকেএম হাসপাতালকে বাছার কারণ তিনি জানেন এই হাসপাতালে তিনি প্রভাব খাটাতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি, তাহলে নির্দেশ কার্যকর করব কীভাবে ? ইডি হেফাজতের পরই এসএসকেএমে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দেয় নিম্ন আদালত। আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না। এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না। ইডির অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

ইডির আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম-কে এখন সেফ জোন মনে করছেন অনেকে। অনুব্রত বা মদন মিত্র যখন এসএসকেএম থেকে সার্টিফিকেট নেন তখন ঠিক থাকে তো? কল্যাণী এইমস এর প্রস্তাব আমি মানতে পারব না। কল্যাণী এইমস এর নিয়োগ নিয়ে তদন্ত চলছে। বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ আমি এই মুহূর্তে দেব না। ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।
তবে পরবর্তী পরিস্থিতিতে রায়ের কপি পাওয়া গেলে দেখা যায় তাতে
AIIMS ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *