ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে আবারও রোগী মৃত্যুতে বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টার অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যাোপাধ্যায়ঃ দুদিন ধরে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুতে আবার আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ হলো। সোমবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। আসানসোল দক্ষিণ থানার এনএস রোডের পদ্মতলাওয়ের বাসিন্দা মৃত রোগীর নাম বাবলু সাউ (৪৭)। এই ঘটনার পরে মৃত পরিবারের সদস্যরা মেল মেডিকেল ওয়ার্ডে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেখানে টেবিল সহ অন্য জিনিস ফেলে দিয়ে ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ।

ওয়ার্ডে কর্মরত নার্সদেরকেও হুমকি দেওয়া হলে বলে অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ভয়ে বেশ কিছুক্ষুনের জন্য নার্সেরা ওয়ার্ড থেকে চলে যান। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু পুলিশ বাহিনী নিয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন। ঘন্টা দুয়েকের চেষ্টায় পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেয়। মৃত রোগীর পরিবারের তরফে মৌখিক ভাবে চিকিৎসায় গাফিলতির সঙ্গে ওয়ার্ডের সুইপার ইনজেকশন দিয়েছে বলে অভিযোগ করেন। তবে তারা লিখিত ভাবে কোন অভিযোগ সুপারের কাছে করেননি। দুপুরে পুলিশের উপস্থিতিতে মৃত রোগীর পরিবারের সদস্যরা ডেথ সাটিফিকেট সহ মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যান।


হাসপাতালে সূত্রে জানা গেছে, বাবলু সাউ পেট ব্যথা বা এ্যাবডোমিন পেন নিয়ে ২৩ জুলাই শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল নটা নাগাদ ওয়ার্ডেই তার মৃত্যু হয়। এরপরই পরিবারের সদস্যরা ওয়ার্ডে বিক্ষোভ দেখানো শুরু করেন।


হাসপাতালে কতৃপক্ষের পাল্টা দাবি, ঐ রোগীকে ভর্তি করার পরে ওয়ার্ডে পরিবারের সদস্যদের কাউকে তেমন ভাবে পাওয়া যায়নি। এদিন সকালেও যখন রোগীকে চিকিৎসক পরীক্ষা করেন, তখনও কেউ ছিলেন না।
সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, রোগী মৃত্যু নিয়ে সামান্য উত্তেজনা হয়েছিলো। পুলিশ ডাকা হয়। পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *