শ্রীপুর ফাঁড়ির পুলিশ ক্রেতা সেজে চুরি করা দুটি বাইক বিক্রি করার সময়ই হাতেনাতে পাকড়াও করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ রবিবার অতর্কিতে অভিযান চালিয়ে পাপ্পু রাম নামে এক ব্যক্তিকে, চুরি করা দুটি বাইক দালাল মারফত বিক্রি করার সময়ই হাতেনাতে পাকড়াও করল। জানা গেছে ধৃত ওই ব্যক্তি দালাল মারফত আসানসোল ও দুর্গাপুর থেকে বাইক দুটি চুরি করে রবিবার বিক্রি করার উদ্দেশ্যে ফন্দি এটেছিল। এই ঘটনার খবর শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন গোপন সূত্রে পেয়ে অন্য সব পুলিশ কর্মীদের সাদা পোশাকে রেখে ক্রেতা সেজে পাপ্পু রাম নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।




পরে আসানসোল ও দুর্গাপুর এলাকা থেকে চুরি যাওয়া একটি হিরো ও একটি পালসার বাইক বাজেয়াপ্ত করে তারা। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই বাইক দুটি সে তার সঙ্গীদের নিয়ে আসানসোল ও দুর্গাপুর এলাকা থেকে চুরি করেছিল। সোমবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জিজ্ঞাসা আমাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত তার অন্য সঙ্গী সাথীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে।