নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি বোঝাই ট্রাক উঠলো ব্রিজের গার্ডওয়ালের উপর
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির অন্তর্গত চৌরাঙ্গি ওভার ব্রিজের উপর পথদুর্ঘটনা।অল্পের জন্য রক্ষা পেল চালক।খবর সূত্রে জানা গেছে একটি একটি ব্যাটারি বোঝাই কেন্টিনার ট্রাক কলকাতা থেকে অম্বলা পাঞ্জাবের উদ্যেশে যাওয়ার সময় চৌরাঙ্গি ব্রিজের ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যাটারি বোঝাই কেন্টিনার ট্রাকটি ব্রিজের গার্ডওয়ালের উপর উঠে যায়।যদিও কেন্টিনার ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষাপাই চালক ও খালাসি।খবরপেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ