SAIL ISP- তে বিকট শব্দে ও আগুন দেখে আতঙ্ক ছড়ায়
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : SAIL ISP-এর ব্লাস্ট ফার্নেসের ব্লাডার খোলার কারণে, শুক্রবার সন্ধ্যায় কারখানা থেকে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ায় আসানসোলের বার্নপুর এবং আশেপাশের অনেক এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিকট শব্দ এবং আগুন লাগার কারণ জানতে লোকজন একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ করতে থাকেন। একইসঙ্গে আইএসপি সূত্রে জানা গেছে, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে ব্লাস্ট ফার্নেসের ব্লাডার খুলে যায়।
ওই সময় সেখান থেকেও আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। এছাড়াও, এই ঘটনার কারণে, ব্লাস্ট ফার্নেস নিয়ন্ত্রণকারী কম্পিউটারে ত্রুটি ধরা পড়ে। যার কারণে ব্লাস্ট ফার্নেস স্তব্ধ হয়ে পড়ে। একইসঙ্গে খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যার পরে বিকট শব্দ আস্তে আস্তে কমে যায়। পাশাপাশি ঘটনা তদন্ত করে কম্পিউটার মেরামতের চেষ্টা করছেন আধিকারিকরা। বিভাগীয় সূত্রে জানা গেছে, ইন্সট্রুমেন্টেশন ও বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। বলা হচ্ছে এটি একটি সাধারণ ঘটনা। অতীতেও গ্যাস বেরোবার সময় এমন ঘটনা ঘটেছে।