ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ার রাস্তায় দিনেদুপুরে চাল ব্যবসায়ীর টাকা ছিনতাই, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৯ জুলাইঃ আসানসোলের জামুরিয়ায় এক চাল ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলো। জামুড়িয়ার বাসিন্দা অমিত আগরওয়াল নামে ঐ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনতাই হয় শুক্রবার দুপুরে ।

photo of person in black suit holding gun
Sample Photo by cottonbro on Pexels.com


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে অমিত আগরওয়াল মোটর বাইকে করে তার ব্যবসায়ের টাকা অন্য জায়গা থেকে সংগ্রহ করে জামুড়িয়া বাজার এলাকায় বাড়ি ফিরছিলেন। তখন তালতোড়ের কাছে একটি মোটরবাইকে করে তিনজন এসে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। তার চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর দেওয়া হয় জামুড়িয়া থানায়। খবর পেয়ে পুলিশ আসে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।

Leave a Reply