ASANSOL

আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুলের কাছে উদ্বোধন হল যাত্রী প্রতিক্ষালয়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের জিটি রোডে ওল্ড স্টেশন হাইস্কুলের কাছে যাত্রী প্রতিক্ষালয় ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যের আইন তথা পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বিশ্বাস, ভানু বোস, মদন মোহন চৌবে, সুদীপ চৌধুরী, মঞ্জু প্রসাদ সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। এ ডি ডি এ-এর অর্থানুকুল্যে বিধায়ক তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে এই যাত্রী ওয়েটিং রুমটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যে যখন থেকে ক্ষমতার পালাবদল হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ দ্রুত গতিতে হয়ে চলেছে। তিনি বলেন, আসানসোলে জেলা হাসপাতাল তৈরি হবে বা আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি হবে তা কেউ ভাবেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের চিন্তায় তিনি এখানে একটি জেলা হাসপাতাল তৈরি করেন যেখানে আজ বিনামূল্যে সিটি স্ক্যান করা হচ্ছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ও তৈরি করা হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলের সর্বাত্মক উন্নয়ন ঘটছে এবং ভবিষ্যতেও তা হতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *