আসানসোলে উপনির্বাচনের প্রচার শুরু করলেন মেয়র বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : ২১ শে আগস্ট আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হবে। এখান থেকে মেয়র পদে লড়বেন বিধান উপাধ্যায়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডটি জামুরিয়া বিধানসভার অধীনে বেনালি এলাকায় পড়ে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় রবিবার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারের জন্য আসেন এবং জামুরিয়া ১ নং ব্লক তৃণমূল কার্যালয়ে তাঁকে সম্মানিত করা হয়।
জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং , এমএমআইসি সুব্রত অধিকারী, সাধন রায়, শেখ শানদার সহ সমস্ত তৃণমূল কর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধান উপাধ্যায় বলেন যে দলের নির্দেশে তিনি জামুরিয়া এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে ২১ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যা নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা খুবই উৎসাহিত। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলকে যেভাবে গড়ে তুলেছেন তাতে তিনি তাঁর জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।