RANIGANJ-JAMURIA

বাবুইশোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ বিধানসভার বাবুইশোল এলাকায় সোমবার বিকেলে এক বেসরকারি সংস্থার বিদ্যুৎ এর খুটিতে হাই টেনশন পোলে কাজ করতে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বছর বত্রিশের বাঁকুড়া জেলার রাওতোড়া বাসিন্দা, জগবন্ধু নায়েক নামে এক ব্যক্তির। এই ঘটনার প্রেক্ষিতে ওই শ্রমিকের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পোষ্যর চাকরির দাবি ও অন্য শ্রমিকদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ সামিল হয়, মৃতের পরিজন সহকর্মী ও স্থানীয় এলাকার বাসিন্দারা।

জানা গেছে ইন্ডিয়া পাওয়ার নামে ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে তারা হাই টেনশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে তা মেরামত করতে পৌঁছলে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ওই বিদ্যুৎ সরবরাহের লাইন এই খবর জেনে তারা কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনার পর থেকেই এখনো পর্যন্ত সকলেই মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ শামিল রয়েছেন। ঘটনা চলে পুলিশ পৌঁছলে ও দেহ নিয়ে যেতে দেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *