ASANSOL

জেলাশাসক কার্যালয়ে হবে মনোনয়ন জমা, বৃহস্পতিবার নোটিফিকেশন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* চতুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। তারজন্য আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচন কমিশন নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারি করবে। বৃহস্পতিবার থেকে মনোনয়ন পত্র বা নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হবে। আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে ( আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা) এই মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ২৫ এপ্রিল পর্যন্ত এই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হবে।

পরের দিন ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি বা পরীক্ষা করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন। সেদিন বিকেলের পরে কমিশনের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ও প্রার্থীদেরকে প্রতীক দেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় জেলাশাসক বা জেলা ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ জেলা নির্বাচনী দপ্তরের আধিকারিকরা কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তাদেরকে মনোনয়ন পত্র জমা নেওয়া নিয়ে কি করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য গোটা জেলাশাসক কার্যালয়কে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে। তৈরী করা হয়েছে ড্রপগেট। নমিনেশন জমা দিতে প্রার্থী ছাড়াও এজেন্ট ও প্রস্তাবকরা যাবেন।

Leave a Reply