ASANSOL

আসানসোলের ৪ কাউন্সিলর ইডির রাডারে !

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : কয়লা চোরাচালান মামলায় আসানসোলের ৪ কাউন্সিলর ইডির রাডারে! কয়লা চোরাচালান মামলার তদন্ত নিয়ে দিল্লিতে বৈঠকের পর আরও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। শিগগিরই কেন্দ্রীয় সংস্থা বড় পদক্ষেপ নিতে পারে বলে আশা করা হচ্ছে। তাদের রাডারে আরও অনেক মন্ত্রী এবং বিধায়ক পাশাপাশি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চারজন কাউন্সিলর রয়েছেন। সংবাদমাধ্যমে যে খবর চলছে, তাতে এই চার কাউন্সিলরকে তলব করতে পারে ইডি। এখন এ নিয়ে ইডি থেকে আধিকারিক ভাবে কিছূই জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, আসানসোলের চার কাউন্সিলর শাসক দলের সঙ্গে যুক্ত। এতে মহিলা কাউন্সিলরও রয়েছেন। এই খবরের পর থেকেই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। এ নিয়ে গোটা শিল্পাঞ্চলে তোলপাড়। সবাই নীরবে জিজ্ঞেস করছে এই ৪ জন কে? একই সময়ে, ইডি-র চারটি দল কলকাতায় পৃথক প্রথমত তল্লাশি অভিযান চালাচ্ছে। সেখানে এসএসসি কেলেঙ্কারি নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে। সে ক্ষেত্রেও অনেক প্রাক্তন নেতা রাডারে রয়েছেন। এখন দেখা যাক এরপর পরবর্তী পদক্ষেপ কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *