পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের অপসারণ ও গ্রেফতারের দাবি, বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দূর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসকে অপসারণের দাবিতে মঙ্গলবার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। পার্থ ঘনিষ্ঠ কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসকে শুধু অপসারণই নয়, গ্রেফতারেরও দাবি উঠে এদিন। পাশাপাশি বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ থেকে শুরু করে যত দুর্নীতির হয়েছে তার থেকে বাইরে নন আসানসোলের বেশ শাসক দলের কিছু নেতা ও কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও।
বিজেপি নেতৃত্বর অভিযোগ, ২০ কোটিরও বেশি টাকার বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্রদের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়ারা এ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য বিক্ষোভ করেছেন। তাদের আরো অভিযোগ, রাজ্য তথা দেশের যোগ্য পড়ুয়াদের পিএইচডি থেকে বঞ্চিত করে, বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এদিন কাজি নজরুল বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়ে আসানসোলের ওল্ড স্টেশনের অরুনোদয় স্কুলের সামনে থেকে বিজেপি যুব মোর্চার একটি বিক্ষোভ মিছিল বেরোয়। সেই মিছিল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পরে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এরপরই এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের উপরে উঠে যায় বিজেপির যুব মোর্চার নেতারা।
এই বিক্ষোভ ও মিছিলের জেরে ২ নং জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গেটে উঠে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি ব্যানারও খুলে ফেল দেয় বিক্ষোভকারীরা। পরে বিজেপি যুব মোর্চার একটি প্রতিনিধি দল পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পালকে একটি স্মারক লিপি দেন।
এই বিক্ষোভে যুব নেতা বাপ্পা চট্টোপাধ্যায় , যুব জেলা সভাপতি সন্তোষ মুখোপাধ্যায় , কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , জেলা সভাপতি দিলীপ দে, চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।