ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল-দূর্গাপুর পুলিশের উদ্যোগ, পড়ুয়াদেরকে সাইবার অপরাধকে সচেতনতার পাঠ

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মাঃ
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক নতুন উদ্যোগ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানায়। বুধবার
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বারাবনি থানার যৌথ উদ্যোগে এক সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের পাঠ দেওয়া হয়। বারাবনি বিডিও অফিসে অগ্নিবীণা হলে এরজন্য একটি কর্মশালা বা সেমিনারের আয়োজন করা হয়েছিলো।



যেখানে বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০ পড়ুয়া ছিলো। পড়ুয়াদের নিয়ে হওয়া সেমিনারে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সোশাল মিডিয়া নিয়ে সতর্ক থাকতে বলেন। যেহেতু বর্তমান সময়টা হোয়াটসঅ্যাপ, টুইটার ও ফেসবুকের যুগ। তাই এইসব থেকে সাবধানতা ও অপরিচিত ব্যক্তির সঙ্গে কোন যোগাযোগ যাতে কেউ না রাখতে পারে বা রাখে তার জন্যই এই সচেতনতার পাঠ।


এই সেমিনারে উপস্থিত ছিলেন আসানসোলের পুলিশ কমিশনারেটের এসিপি প্রতীক রায়, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও সৌমিত্র প্রতীম প্রধান, সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল ,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল ও সাইবার ক্রাইম সেলের এস আই অনন্যা মণ্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *