বারাবনির কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:- বুধবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।তারই পরিপ্রেক্ষিতে বারাবনির কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে বারাবনি ব্লকের আশা কর্মীদের বিক্ষোভ দেখায় পাশাপাশি একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রের বিএমও এইচের হাতে।
এই প্রসঙ্গে আশা কর্মীরা জনান ন্যূনতম ২১হাজার টাকা বেতন দাবিতে এবং গত এক বছর যাবত ইন্সেন্টিভের টাকা ভাগে ভাগে পাঠানো ও তা ঠিকমত না পাওয়ার জন্য আশা কর্মীরা সমস্যায় পড়েছে।তাছাড়া রুটিন কাজের বাইরেও অতিরিক্ত বহু কাজ প্রতিনিয়ত সমস্ত আশা কর্মীদের করতে হচ্ছে।তাতে অতিরিক্ত কোন পারিশ্রমিক আশাকর্মীদের দেওয়া হয়না।এই সব বিষয় কে সামনে রেখে রাজ্য জুড়ে আশা কর্মীদের কর্ম বিরতি করে বিক্ষোভ কর্মসূচি চলছে।