ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে মুরগির ছানা দিল প্রাণীসম্পদ বিকাশ বিভাগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও প্রাণীসম্পদ বিকাশ বিভাগ এর সহযোগিতায় ব্লকের প্রায় ৭২০ জন উপভোক্তা কে ১০টি করে মত ৭২০০ টি মুরগির ছানা বিতরণ করা হয়। সকল মুরগি ছানা গুলি উপভোক্তা দের হাতে তুলে দিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ও সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র মহাশয় এছাড়া সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত হেমব্রম
গরীব মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে বিনামূল্যে মুরগীর ছানা বিতরণ করা হচ্ছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।

এবিষয়ে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিনামূল্যে মুরগির ছানা দেওয়া হল। মূলত যে মুরগি ছানাগুলো দেওয়া হচ্ছে একমাত্র উদ্দেশ্য হলো এই ছানাগুলো প্রতিপালন করে ডিম হবে। সেগুলো থেকে গ্রামগঞ্জে বহু পুষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের জন্য এবং কিছু রোজগার উপার্জন হবে তারই কারণে আমরা মহিলাদেরকে মুরগি ছানাগুলো তাদের হাতে প্রদান করছি । এদিন প্রাণীসম্পদ বিকাশের আধিকারি সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *