রানীগঞ্জ মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে রানিগঞ্জ মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল এবং রানিগঞ্জ চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে মুরলিধর রামাবতার বাজোরিয়া মেমোরিয়াল ডায়ালাইসিস ইউনিট এবং মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ওমকার চ্যারিটেবল ট্রাস্টের দেওয়া ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।
অনুষ্ঠানে শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, ডাঃ দীপক কুমার, সঞ্জয় বাজোরিয়া, আরপি খৈতান, শচীন রায়, বিনোদ গুপ্তা, পবন গুটগুটিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও দিব্যাঙ্গদের হুইলচেয়ার, ওয়াকার, শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে গলব্লাডার, হাইড্রোসিল, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, ইসিজিসহ আরও অনেক রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা করা হয়।