আসানসোল ও বার্ণপুরে এক গৃহবধূ সহ দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, ৭ আগষ্টঃ আসানসোল ও বার্ণপুরে দুটি পৃথক ঘটনায় এক গৃহবধূ সহ দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনা দুটি ঘটেছে রবিবার সকাল ও দুপুরে। মৃতরা হলো আসানসোল দক্ষিণ থানার বুধা রামকানাই স্থানের শম্ভু হরিজন (৪৮) ও হিরাপুর থানার বার্ণপুরের সাঁতার ৮ নং বস্তির গ্রিন ভ্যালির প্রিয়া মাজি ( ২৩)। এদিন আসানসোল জেলা হাসপাতালে শম্ভু হরিজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়। তবে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ প্রিয়া মাজির দেহের ময়নাতদন্ত সোমবার হবে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়িতে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় শম্ভু হরিজনকে। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই ব্যক্তি কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
অন্যদিকে, এদিন দুপুরে বাড়িতে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় গৃহবধূ প্রিয়া মাজিকে। তার স্বামী সহ বাড়ির লোকেরা তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা না আসায় এই ঘটনার ব্যাপারে অভিযোগ ও বিস্তারিত কিছু জানা যায় নি। তবে, প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন।