ASANSOL

আসানসোলে বাউল গানের তিনদিনের কর্শশালা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী বাউল গানের কর্মশালার বুধবার সূচনা হল আসানসোল রবীন্দ্র ভবনে। এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় , পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হরিশঙ্কর পানিকার ও আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দ মহারাজ।


জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে তিনদিনই উপস্থিত থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত বিভাগের ডঃ রূপসা মিত্র ও বিশিষ্ট বাউল শিল্পী রফিকুল ইসলাম ।
রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যে চলছে। তা বাউলগানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *