চিত্তরঞ্জন সাহার হত্যার ষড়যন্ত্রে তারই স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জন সাহা ওরফে চিত্ত (৫৪) হত্যার ষড়যন্ত্রে রূপনারায়ণপুর থানা পুলিশ অবশেষে তারই স্ত্রী চন্দনা সাহাকে (৪৯) রূপনারায়নপুর পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার জেলহাজতে পাঠায়। ঘটনার সম্বন্ধে বলাহয় যে চন্দনা সাহা তার প্রেমিক আদিত্য চারকে (৫২) সঙ্গে নিয়ে চন্দনার নির্দেশে তার স্বামী চিত্তরঞ্জন সাহাকে মধ্যবয়সী প্রেমিক আদিত্য চারকে সঙ্গে নিয়ে হত্যার ষড়যন্ত্র করে।যার কথায় গত মাসের ২০ জুলাই চিত্তরঞ্জন সাহাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়।
অভিযুক্ত আদিত্য চার একপর্যায়ে চক্রান্ত ও অপরাধ পুনঃদর্শন করে পুলিশকে তাদের অপকর্ম ও নৃশংস হত্যাকাণ্ডের চিত্রনাট্য দেখায়। পুলিশ সূত্র অনুসারে জানাজায় খুনের পরে ফোনের কল ডিটেইলসের ভিত্তিতে পুলিশ ৩১শে জুলাই পুরুলিয়া জেলার সাতুরি থানার লেদিয়াম গ্রাম থেকে অভিযুক্ত আদিত্য চারকে গ্রেফতার করে এবং ১লা আগস্ট আসানসোল আদালতে পেশ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।আবেদন গ্রহণের পর রূপনারায়ণপুর ফাড়ির ইনচার্জ মনোজিৎ ধারা আসামীর কাছ থেকে হত্যার সাথে জড়িত ছুরি, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করেন।
পাশাপাশি আসামি তার সব অপরাধ ও চন্দনা সাহার সম্পৃক্ততার কথা স্বীকার করে আসামি জানায়,আমি যখনই প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতাম তখনই তার স্বামী তাকে নির্যাতন ও মারধর করত,।বহু বছরের এই নির্যাতনের কারণে তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়।এবং চিত্ত সাহাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় দুজনে মিলে। যার কারনে একদিন চিত্ত সাহাকে মারার পরিকল্পনা অনুযায়ী তাকে প্রচন্ড মদ্যপান করিয়ে বাড়ি ছাড়ার অজুহাতে ছাতিমতলা নির্জন জঙ্গলে নিয়ে যায়, সেখানে তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
তারপর তার গলায় ছুরি দিয়ে কেটে ফেলি।এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ঘটনার পর অভিযুক্ত ২ ঘণ্টা কল্যাণগ্রামে এক ফাঁকা স্থানে সময় কাটায় তারপর সে তার প্রেমিকাকে ফোনে বলে যে আমরা আমাদের পথের কাটা সরিয়ে দিয়েছি এরপর অভিযুক্ত পুরুলিয়ায় তার বাড়িতে চলে যায়, যদিও এই ফোনকল এর সূত্র ধরেই চন্দনা এবং আদিত্যকে পুলিশ গ্রেফতার করেছে।