ASANSOL

আসানসোল আদালতে” চোর -চোর ” স্লোগান দেওয়া থেকে চটি দেখানো, দফায়-দফায় বিজেপির নেতা ও কর্মীদের উচ্ছ্বাস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় তৃনমুল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেফতার হওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে আসানসোল আদালত চত্বর। সকাল থেকে দফায় দফায় আসানসোল জেলা আদালতের যে গেট দিয়ে সিবিআই আদালতে যাওয়া যায়, সেই গেটে বিজেপির নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখানো শুরু করেন। ” চোর চোর ” বলে স্লোগান দেওয়া থেকে চটি হাতে নিয়ে দেখানো সবই চলে সমান তালে।


সকালে প্রথমে এক দফায় আসানসোল আদালত গেটের কাছে আসানসোল ক্লাবের সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। নেতৃত্ব জেলা বিজোপির উপদেষ্টা মিঠু ওরপে সুব্রত ঘাঁটি। ছিলেন জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়।
এরপর আসানসোল জেলা আদালতের গেটে বিক্ষোভ দেখান আরো বেশ কিছু বিজেপির পুরুষ ও মহিলা কর্মীরা। সেখানে ছিলেন অভিজিৎ রায় ও বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিত গরাই। সেই বিক্ষোভ দেখানো চলে বিকেল পর্যন্ত।

read also : অনুব্রত মন্ডলকে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ

read also : আসানসোলে নকুলদানা বিলি করে ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল

Leave a Reply