ASANSOL

Breaking: অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গ্রেপ্তার করল সিবিআই

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: ব্রেকিং: অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। সিবিআই তদন্তকারীরা বারবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফোন করছিলেন। দশম নোটিশের পরও হাজির হননি অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীরা জানিয়েছেন যে তিনি অসুস্থ থাকায় সিবিআইয়ের মুখোমুখি হতে পারবেন না।

সিবিআইয়ের দশম নোটিশ পাওয়ার পর অনুব্রত মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানা গিয়েছে। তার পরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায়। কেন্দ্রীয় বাহিনী ১০০ সিআরপিএফ কর্মী নিয়ে তাঁর বাড়িতে পৌঁছয়। প্রায় আধঘণ্টা বাড়ির বাইরে ছিল সিবিআই। সেখানে পৌঁছানোর পর অনুব্রতের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। তার পরেই বাড়িতে ঢোকে সিবিআই টিম। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সিবিআই কী পদক্ষেপ নেয়, তা দেখছে গোটা বাংলা।

প্রায় দুই ডজন সিবিআই অফিসারের একটি দল একশো কেন্দ্রীয় বাহিনীর কর্মী নিয়ে টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছয়। সিবিআই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল। একই সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় একটি ডায়েরি পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *