ASANSOL

অনুব্রত মন্ডলকে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ সকাল থেকে টানা নাটকের শেষ হলো বিকেল পাঁচটার সময়। আসানসোলের কুলটিতে ইসিএলের শীতলপুর গেস্ট হাউস থেকে ঠিক এই সময় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয় গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। এদিন সকালে যখন তাকে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়, তখন থেকেই জল্পনা শুরু হয়, কোথায় তাকে নিয়ে যাওয়া হবে।


সড়কপথে ইলামবাজার দূর্গাপুরে দুপুর দেড়টা নাগাদ আসে সিবিআইয়ের ১৫টিরও বেশি গাড়ির কনভয়। যার মধ্যে সাদা একটি গাড়িতে ছিলেন বীরভূমের তৃনমুল কংগ্রেসের এই দাপুটে নেতা। দূর্গাপুর থেকে সোজা সেই কনভয় আসানসোলের ২ নং জাতীয় সড়ক দিয়ে এথোড়া মোড় হয়ে কুলটি থানার সীতারামপুর রোড হয়ে নিয়ামতপুর ও লিথুরিয়া রোড হয়ে শীতলপুরে ইসিএলের গেস্ট হাউসে পৌঁছায় দুপুর আড়াইটের পর। সূত্র থেকে জানা সেখানেই সিবিআই এ্যারেষ্ট মেমো বা গ্রেপ্তারি পরোয়ানায় সই করানো হয় অনুব্রত মন্ডলকে। সেখানে ইসিএলের শাঁকতোড়িয়া হাসপাতাল চিকিৎসক দলকে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এরপর বিকেল পাঁচটার সময় তাকে আনা হয় অনুব্রতকে। জানা গেছে, এই মামলায় আরো তদন্তের জন্য জেরা করতে তাকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেছে সিবিআই। তবে অনুব্রত মন্ডলের আইনজীবি শেখর কুন্ডুের তরফে জামিনের কোন আবেদন করা হয়নি। ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *