দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস, মনীষীদের করা হবে মাল্যদান, রানিগঞ্জে মহাত্মা গান্ধীর মূর্তি পরিষ্কারে হাত লাগালো পড়ুয়ারা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজ্যের সকল স্বাধীনতা সংগ্রামী, মনীষী ও সমাজ সংস্কারকের মূর্তিতে আগামী ১৫ আগষ্ট সোমবার মাল্যদান করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
তার আগে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি মূর্তি পরিষ্কার করে, নতুন করে রঙের পাশাাপাশি আলোকিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ।
শনিবার স্কুল ছুটির পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ ব্লকের টিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ বাজারের কাছে মহাত্মা গান্ধীর মূর্তি পরিষ্কার করে স্থানীয় স্কুলের পড়ুয়ারা। দেশের স্বাধীনতার ৭৫ বছর পার করে ৭৬ তম স্বাধীনতা দিবস পালনের আগে এমন একটা কাজ করার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারা।
এদিন একইসঙ্গে বারাবনির ভাটাস মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি পরিষ্কার করা হয় ব্লক প্রশাসনের তরফে।