ASANSOL

SBFCI এর উদ্যোগে স্বাধীনতার অমৃত মহোৎসবে তিন দিনের কর্মসূচির সূচনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: SBFCI কর্তৃক স্বাধীনতার অমৃত মহোৎসবে তিন দিনের অনুষ্ঠানের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SBFCI সভাপতি ভি কে ঢাল, সাধারণ সম্পাদক জগদীশ বাগরী, পবন গুটগুটিয়া, হরিনারায়ণ আগরওয়াল, অনিল জালান, নবনীতা ব্যানার্জী, মাধুরী টোডি প্রমুখ।



আগামীকাল ১৪ ই আগস্ট SBFCI-এর মহিলা স্বশক্তিকরণ শাখা “কনকধারা” উদ্বোধন করবেন শহরের প্রথম মহিলা অর্থাৎ মেয়র বিধান উপাধ্যায়ের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়৷
একইসঙ্গে ১৫ ই আগস্ট তারিখে “SAIL- আপ কে দ্বার” উদ্বোধন করবেন SAIL ISP-এর ED(MM) রাজীব কুমার।



এখন থেকে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে SAIL ISP-এর শীর্ষ আধিকারিকরা SBFCI-এর ইভলিন লজ শাখায় উপস্থিত থাকবেন। এর ফলে SAIL-এর সাথে ব্যবসা করার ক্ষেত্রে স্থানীয় শিল্পগুলির সম্মুখীন হওয়া সমস্যার সমাধান হবে।

Leave a Reply