ঝালবাগান থেকে বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য সাইকেল rally
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আগামী 21 শে আগস্ট আসানসোল পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন।তাই সেই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা মেয়র বিধান উপাধ্যায়ের জন্য কুলটির ঝালবাগান থেকে সাইকেল নিয়ে প্রচার বেরোলো তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
রবিবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সাধন পালের নেতৃত্বে এই সাইকেল রালি করা হয়েছে।সবুজ পতাকা নাড়িয়ে এই রালির সূচনা করলেন কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আর্চায্য এবং তৃণমূলের জেলা নেতা সুবল চক্রবর্তী।এই মিছিলে সকলকেই বিধান উপাধ্যায়ের মুখোশ এবং বিধান উপাধ্যায়ের ছবি দেওয়া গেঞ্জি পরে রয়েছে।
তৃণমূলের নেতৃত্বরা বলেন এই সাইকেল মিছিল 6 নম্বর ওয়ার্ডে পৌচ্ছে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে এলাকায় প্রচার করবেন।