বারাবনি থানা এলাকায় নাকা চেকিং
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনী: যেহেতু রাত পেরোলেই 75 তম স্বাধীনতা দিবস পালিত হবে, তাই পুরো ভারতবর্ষের জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারত সরকার , পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে বিভিন্ন জায়গায় গত দুদিন থেকে পুলিশ চেকিং করতে দেখা যায় ।




এই একই চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান বারাবনি এলাকায় বারাবনি এলাকার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুনাকুরা ঘাটে , অজয় নদীর তীরে একদিকে বাংলা অন্যদিকে ঝাড়খন্ড , এপারে রয়েছে বারাবনি থানা নাকা চেক পোস্ট ,15 ই আগস্ট কয়েক ঘন্টা পরেই পালন করা হবে দেশের 75 তম স্বাধীনতা দিবস তারি প্রাক্কালে দেখা গেল দু চাকা, চারচাকা গাড়ি যেগুলো ঝাড়খন্ড থেকে আসছে তাদের গাড়ি তল্লাশি চালাচ্ছে বারাবনি থানা, এবং রীতিমত ব্যাগ খুলে এবং তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে যে কোথা থেকে আসছেন কোথায় যাবেন
স্থানীয় মানুষের বক্তব্য যে স্বাধীনতা দিবস উপলক্ষে নয় প্রতিদিনই গাড়ির চেক করে কারণ এটি ঝারখন বডার !