ASANSOL

স্বাধীনতা দিবসে নাশকতা এড়াতে, তল্লাশি অভিযান আসানসোল সেন্ট্রাম মলে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ১৫ ই আগস্ট উদযাপিত হবে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস । পালিত হচ্ছে “আজাদী কি অমৃত মহোৎসব”। আর স্বাধীনতা দিবসের দিন কোন নাশকতামূলক ঘটনা এড়াতে তৎপর সারা দেশের সঙ্গে রাজ্যে এবং পাশাপাশি আসানসোল দুর্গাপুরের পুলিশ প্রশাসন।

স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে ছুটির দিনে বিভিন্ন মলে বহু মানুষের লোকসমাগম হয়। শনিবার সন্ধ্যার দিকে আসানসোলের সৃষ্টি নগরের সেন্ট্রাম মলে বিশেষ তল্লাশি অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিম। নেতৃত্বে ছিলেন পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস, আইপিএস। সঙ্গে ছিলেন আসানসোল উত্তর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় রায় ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা। তল্লাশীর জন্য আনা হয় “ডগ স্কোয়াড”। সমগ্র মল ঘুরে দেখেন পুলিশ আধিকারিকেরা এবং ডগ স্কোয়াডের সাহায্যে তল্লাশি চালানো হয়।


এ বিষয়ে উপস্থিত পুলিশ আধিকারিকেরা বলেন এরকম তল্লাশি অভিযান শিল্পাঞ্চলের বিভিন্ন মল এবং যেখানে লোকসমাগম হয় সেইসব স্থানে তল্লাশি অভিযান জারি থাকবে।সতর্ক থাকবে পুলিশ। মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *