আবার জামিন নাকচ সায়গল হোসেনের, ১৪ দিনের জেল হেফাজত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আবারও জামিন নাকচ হলো বীরভূমের জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের সায়গল হোসেনের। বৃহস্পতিবার দু’পক্ষের আইনজীবীর শুনানির শেষে আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১ সেপ্টেম্বর আবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বীরভূম জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। এর আগে সায়গলকে গত ৫ আগষ্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিলো।
এদিন এই মামলায় ৩২ দিনের মাথায় গ্রেফতার হয়ে জামিন পাওয়া বিএসএফের কমান্ডার সতীশ কুমারের প্রসঙ্গ টেনে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সায়গলের জামিনের আবেদন করেন। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে, এই সময় জামিন দেওয়া উচিত নয় বল সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার তার বিরোধীতা করেন। তখন বিচারক তার জামিন নাকচ করে আরো ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়ে, আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
সায়গলের আইনজীবী এদিন আবার এজলাসে বলেন, এই মামলায় যে এফআইআর করা হয়েছে তাতে আমার মক্কেলের নাম নেই। এছাড়াও এই মামলায় গ্রেফতার বিএসএফের কমান্ডার সতীশ কুমার ৩২ দিনের মাথায় জামিন পেয়েছেন। তাহলে সায়গল হোসেনের হেফাজতে থাকার মেয়াদ এদিন ৭০ দিন হয়েছে।