আসানসোল পুরনিগমের ৬ নং ওয়ার্ডে উপনির্বাচন, শাসক দলের সঙ্গে লড়াই তিন বিরোধীর
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের জামুড়িয়ার ৬ নম্বর ওয়ার্ডে রবিবার উপনির্বাচন । এই উপনির্বাচনে ৬ নং ওয়ার্ডে প্রায় ১০ হাজার ভোটার ১৪ টি বুথে ভোট দেবেন। এই উপনির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে এই উপনির্বাচনের দায়িত্বে থাকা এমআরও তথা আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা জানান। প্রতিটি বুথেই নজরদারিতে থাকছে সিসি ক্যামেরার নজরদারি । দুজন সেক্টর অফিসার ও একজন অবজারভার বা পর্যবেক্ষক এই উপনির্বাচনের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।




এই উপনির্বাচনে শাসক দল তৃনমুল কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন আসানসোল পুরনিগমের মেয়র পদে থাকা বিধান উপাধ্যায়। তার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিজেপির শ্রীদীপ চক্রবর্তী, সিপিএমের শুভাশীষ মন্ডল ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন দলের নির্দেশে। গত ২৫ ফেব্রুয়ারি বিধান উপাধ্যায় যখন আসানসোল পুরনিগমের মেয়র হন তখন তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হননি। তাই তাকে কাউন্সিলর করানোর জন্য ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরকে পদত্যাগ করানো হয় । বিধান উপাধ্যায়কে মেয়র হিসাবে থাকতে হলে এই উপনির্বাচনে তাকে জিততেই হবে।
এই উপনির্বাচনে প্রচারের তৃণমূলের স্থানীয় নেতারাই ছিলেন। উল্টোদিকে সিপিএমের শেষ দিনের প্রচারে রাজ্যের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যেমন এসেছিলেন তেমনই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাও প্রচার করেছেন।
এই উপনির্বাচনের ভোটের গণনা করা হবে আগামী ২৪ আগষ্ট। রবিবার ভোটের পরে ইভিএম চলে আসবে আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে হওয়া স্ট্রংরুমে।