ASANSOL

আসানসোলের ডিএভি পাবলিক স্কুলে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোলঃ এবার রক্তদানে এগিয়ে এলো আসানসোলের কন্যপুরের ডিএ ভি পাবলিক স্কুল ।শনিবার এই রক্তদান শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও অনেক অভিভাবকরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে ক্ষেত্রে একটি স্কুল এভাবে এগিয়ে আসায় রক্তদাতা আন্দোলনের কর্মীরা স্বাভাবিক ভাবেই খুশি।

বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ কল্যাণী নায়ক বলেন, পরিবারের প্রতি যেমন আমাদের দায়বদ্ধতা রয়েছে, তেমনি সমাজের প্রতিও আমরা দায়বদ্ধ। আমরা যে সমাজে বসবাস করছি তার প্রতিটি সুখ-দুঃখেরও অংশীদার। একই দায়িত্ব পালনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষ অমিত কুমার দাস, ডিএভি পাবলিক স্কুলের শিক্ষক সৌরভ সেনগুপ্ত, অনিতা বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকরা।

Leave a Reply