ASANSOLPANDESWAR-ANDAL

প্রকাশিত হল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বই “অকপট”

বেঙ্গল মিরর, দুর্গাপুর,সৌরদীপ্ত সেনগুপ্ত: দুই বাংলার কবিতা পাঠ, গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে চাঁদেরহাট ।প্রকাশ হল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বই “অকপট” দুই বাংলার কবিদের কবিতা পাঠ ও একসাথে আটটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হল শনিবার বাকোলা গুলমোহর ক্লাবে । নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে ঐক্য প্রকাশনী ও ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, কবি সুবোধ সরকার ,তন্ময় চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সহ বাংলা সাহিত্য জগতের অন্যান্য কবি ও সাহিত্যিকেরা ।এছাড়াও উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান ও রানীগঞ্জ বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। এছাড়াও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের পাঁচ জন কবি ও সাহিত্যিক ।


অনুষ্ঠানটি তিনটি পর্বে আয়োজিত হয় । প্রথম পর্বে ছিল বিভিন্ন জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান । দ্বিতীয় পর্বে গ্রন্থ প্রকাশ ও আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা । সন্ধ্যেবেলায় তৃতীয় পর্বে একই মঞ্চে মঞ্চস্থ হয় দুটি নাটক । একসাথে আটটি বই প্রকাশিত হয় বইগুলি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলাপন বন্দ্যোপাধ্যায় । প্রকাশিত বই গুলির মধ্যে উল্লেখযোগ্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা “অকপট” গল্পের বইটি এদিন প্রকাশ হয় অনুষ্ঠানে । এছাড়াও আলাপন বাবুর পিতা প্রয়াত বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য । এই বইটি সম্পাদনা করেছেন তারাপদ হাজরা । এছাড়াও সুমিত বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বিজন কৃষ্ণ গোস্বামী ও বিজলী সংগীত , বইটি প্রকাশ করেন বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব কবি সুবোধ সরকার । অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজকদের প্রশংসা করে আলাপনবাবু খুব সুন্দর আয়োজন । সাহিত্য বিকাশে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *