আসানসোলের জাতীয় সড়কে টায়ার ফেটে উল্টে গেলো পেঁয়াজ বোঝাই পিকআপ ভ্যান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ জামুড়িয়া থেকে পুরুলিয়া যাওয়ার সময় আসানসোলের ২ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পেঁয়াজ বোঝাই একটি পিকআপ ভ্যান। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির জুবিলি মোড়ের কাছে। বস্তা বস্তা পেঁয়াজ ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলেও চালকের তেমন কিছু হয়নি। তিনি সামান্য আহত হন। খবর পেয়ে কন্যাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে।
পুলিশ দ্রুততার সঙ্গে উল্টে যাওয়া পিকআপ সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
পিকআপ ভ্যান চালক কেশব মুদি বলেন, জামুড়িয়ার চাঁদা থেকে পেঁয়াজ বোঝাই করে পুরুলিয়ায় আদ্রা যাচ্ছিলাম। কিন্তু আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের কাছে আচমকাই চাকার টায়ার ফেটে গেলে গাড়ি উল্টে যায়।
পুলিশ জানায়, দূর্ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।