আসানসোল উপনির্বাচন তৃতীয় রাউন্ডের শেষে ২২৩৮ ভোটে এগিয়ে বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের ৬ নং ওয়ার্ডের ভোট গণনা বুধবার সকাল আটটার সময় শুরু হলো। আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে এই গণনা হচ্ছে। গত ২১ আগষ্ট এই ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছিলো। মোট ভোটার ১০ হাজার ৬ জন। ভোট পড়ে ৮২.৬৪ শতাংশ। ভোট শেষ হওয়ার পরে ১৪ টি বুথের এটিএম আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে যে স্ট্রং রুমে করা হয়েছে, সেখানে রাখা হয়েছিলো।




এদিন ঠিক সকাল আটটার সময় চার দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়। তারপর নির্দিষ্ট টেবিলে এনে গণনা শুরু হয়।
দ্বিতীয় রাউন্ডের শেষে ১২০২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়।
এই উপনির্বাচনে মোট প্রার্থী ৪ জন। তারা হলেন তৃনমুল কংগ্রেসের বিধান উপাধ্যায়, বিজেপির শ্রীদীপ চক্রবর্তী, সিপিএমের শুভাশীষ মন্ডল ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায়।