রানীগঞ্জের শিশু বাগান ফুটবল ময়দানে ১৮ তম দুর্গাপুজোর খুঁটি পুজো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের শিশু বাগান ফুটবল ময়দানের দুর্গাপুজো এবার ১৮ তম বর্ষে পড়ল। বুধবার তাদের পুজো মণ্ডপ গড়ে তোলার আগেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর উদ্বোধন পর্ব সারলেন ওই ক্লাব সংগঠনেরই সভাপতি গনেশ সাউ। এবছর তাদের পুজোর থিম জননীর জাগরণ, যামিনীর হাত ধরে। এবার তাদের পুজো মণ্ডপ গড়ে উঠবে রঙিন মন্ডপ সোজ্জার মধ্যে দিয়ে।
আকর্ষণীয় প্যান্ডেল সাজিয়ে তুলবেন দুই শিল্পী বাঁকুড়ার রবিন বিশ্বাস ও রানীগঞ্জের শিল্পী অশোক কর্মকার। সেখানেই ডিজিটাল লাইটে মুড়ে ফেলা হবে পুজো মন্ডপের চারপাশ, চন্দননগর থেকে এবার ডিজিটাল লাইট আসছে এই পূজা মন্ডপে। বুধবার ঢাক বাজিয়ে, বেদ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই সেই পুজোর খুঁটিপুজো পর্ব সম্পন্ন হল শিশুবাগান ফুটবল মাঠে।