ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে আধ্যাত্মিক সশক্তিকরণ কর্মসূচি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : মঙ্গলবার রাত্রে রানীগঞ্জের লায়ন্স হলে অনুষ্ঠিত হল প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দয়া ও করুণার জন্য আধ্যাত্মিক সশক্তিকরণ কর্মসূচি। রানীগঞ্জ লোকাল স্তরের পক্ষ থেকে বারো দিন ধরে রোড সেফটি বাইক অ্যাওয়ারনেস র‍্যালির উদ্বোধন পর্ব সম্পন্ন হয় এখানে। যেখানে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন মাউন্টটাবু সংস্থার এক্সেকিউটিভ সেক্রেটারি ডাক্তার বি.কে মৃত্যুঞ্জয়, ব্রহ্মা কুমারীর কলকাতা শাখার বিকে কানন, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, লায়ন সভাপতি সন্দীপ কেডিয়া প্রমূখ।

এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে মুখ্য অতিথি বিকে মৃত্যুঞ্জয় জানিয়েছেন এই বিশ্বে যত মহান ব্যক্তিরাই রয়েছেন, তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজের মনকে শান্ত রেখেছেন, তাই আজ সুস্থ সমাজ গঠন সম্ভব হয়েছে। সেখানেই তাপস ব্যানার্জি জানান শান্তি নিজের মধ্যেই খুঁজতে হবে প্রত্যেককে, তার জন্য প্রয়োজন নিত্য ধ্যান করা। উল্লেখ্য প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিদ্যালয়ের যে আদর্শ রয়েছে তা হল স্ব-পরিবর্তনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবর্তন সম্ভব। আর তা রাজযোগাভ্যাস দ্বারা সম্পূর্ণতা লাভ করে, বলেই দাবি করেন ব্রহ্মাকুমারী ঈশ্বরী ও বিদ্যালয়ের সদস্যরা।

Leave a Reply