জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের গির্জা মোড় থেকে পৌর কর্পোরেশন মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মিনাতি হাজরা। তাঁরা ছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ব্লকের সভাপতিরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ফাঁসাবি আলিয়া, সম্পা দা, নেহা সাও, শেষ পাঞ্জা, সুজাতা সরকার, মুনমুন সরকার ,মৌমিতা সেনগুপ্ত, অপর্ণা রায় সহ সকল সদস্যরা।




এই অনুষ্ঠানে মিনাতি হাজরা বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে, তাতে রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে 100 দিনের কাজের মজুরি বন্ধের জন্য কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করেন তিনি।এছাড়া কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার জন্য এটা করছে। এর সাথে, তিনি 15 অগস্ট বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্ত 11 জনকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য বিজেপির তীব্র নিন্দা করে বলেন যে এটি প্রমাণ করে যে মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার প্রতি তাদের কতটা কম সম্মান রয়েছে।