দুর্গাপুর পুলিশের হাতে গ্রেপ্তার দিদিমা সদ্যোজাত নাতনিকে বিহারে বিক্রির অভিযোগ, উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : সদ্যোজাত নাতনীকে দুর্গাপুর থেকে বিহারে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার নাম করে বিক্রি করে দেওয়ার অভিযোগ দিদিমার বিরুদ্ধে। নিখোঁজ শিশুকে বিহার থেকে উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার দিদিমা। রাজ্য পুলিশের সাফল্যে খুশি পরিবার-পরিজন থেকে এলাকাবাসী। দুর্গাপুর থানা এলাকার বিজু পাড়ার বাসিন্দা নাজিস খানের সাথে বিয়ে হয় বিহারের মাসরাক থানা এলাকার মুসকান খাতুনের।
সাড়ে চার মাস আগে তাদের কন্যা সন্তান হয়। জুন মাসের ২১তারিক মুসকান খাতুনের মা শাহানা খাতুন বিহারে মেয়েকে ও নাতনিকে চিকিৎসা করাতে নিয়ে যায়। তার দুদিন পর মেয়ে মুসকান খাতুনকে বাড়িতে রেখে নাতনিকে মসারক থানা এলাকার ডাক্তারের কাছে যায়। দীর্ঘ সময় পর নাতনিকে না নিয়েই বাড়িতে ফেরে অভিযুক্ত শাহানা খাতুন। মায়ের কাছে জানতে চায় তার মেয়ে কোথায় গেল। শাহানা খাতুন তার মেয়েকে বলে নাতনীকে বিক্রি করে দেয়। তারপর মেয়েকে নতুন করে বিয়ে দেওয়ার কথায় জানান। মেয়ের আপত্তি থাকায় অত্যাচার শুরু করে মেয়েকে। কোনক্রমে বিহার থেকে দুর্গাপুরে ফিরে স্বামী নাজিস খানকে জানান।
তারপর জুলাই মাসের ৭তারিখ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বিহারের মশারফ থানা এলাকা থেকে সোমবার উদ্ধার হয় শিশুটি, গ্রেপ্তার হয় অভিযুক্ত দিদিমা শাহানা খাতুন। মঙ্গলবার আনা হয় দুর্গাপুরে। পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়। রাজ্য পুলিশের সাফল্যে খুশি পরিবার-পরিজন থেকে এলাকাবাসী।