আসানসোলে দুর্ঘটনায় মৃত্যু হল সাংবাদিক ইন্দ্রজিৎ ভট্টাচার্যর
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলে দুর্ঘটনায় মৃত্যু হল সাংবাদিক ইন্দ্রজিৎ ভট্টাচার্যর। জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ডিভিসি মোডের কাছে দুটি বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত। মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য, আসানসোলের বাসিন্দা।




বলা হচ্ছে, একটি বাইক ডিভিসি মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিল, অন্য বাইকটি রানিগঞ্জের দিকে যাচ্ছিল। এরপর বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়। যেখানে ইন্দ্রজিৎ ভট্টাচার্যকে মৃত ঘোষণা করা হয়। ইন্দ্রজিৎ একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। তিনি একটি বাংলা দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শিল্পাঞ্চলের সাংবাদিকরা গভীরভাবে শোকাহত।