রানীগঞ্জে চিকিৎসক এর বাড়ির দরজার তালা ভেঙ্গে লুটপাট
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ ঃ ( Asansol Raniganj News Today ) বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল লুট করলো গৃহস্থের বাড়িতে সোনাদানা নগদ অর্থ ও ইলেকট্রনিক্স সব সামগ্রী। শুক্রবার রাত্রে ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা বাড়ির দরজার তালা ভাঙা দেখে ওই পরিবারের সদস্যদের খবর দিলে তারা বাড়ি পৌঁছে দেখে সমস্ত বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। শনিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল রানীগঞ্জের ৩৬ নম্বর ওয়ার্ডের বড়দই শালডাঙ্গা এলাকায়




। ঘটনা প্রসঙ্গে জানা যায় পেশায় চিকিৎসক তপন চক্রবর্তী গনেশ পূজা উপলক্ষে কলকাতায় তার মেয়ের শশুর বাড়ি যান সপরিবারে, পরে শুক্রবার তিনি প্রতিবেশীদের কাছে খবর পান যে তার বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা, এই ঘটনার খবর পাওয়ার পর পরে তিনি তড়িঘড়ি রানীগঞ্জে পৌঁছে দেখেন বাড়ির সমস্ত সামগ্রী লন্ডভন্ড হয়ে রয়েছে বাড়িতে থাকা স্টিলের আলমারি ভাঙ্গা চারিদিকে বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ বিষয়ে তিনি রাণীগঞ্জ থানায় খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার ফলে পৌঁছে সমস্ত বিষয়ের তদন্ত শুরু করেন। শনিবার পুলিশ ওই এলাকার বিভিন্ন অংশে সিসিটিভি ফুটেজ ও লাগোয়া এলাকার মানুষজনদের ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চুরির ঘটনার তদন্ত শুরু করেন। এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে ওই পরিবারের সদস্যরা।