West Bengal

বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলা : হালিশহর পুরসভার চেয়ারম্যানের ৫ দিনের সিবিআই হেফাজত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির জামিন নাকচ হলো আসানসোল জেলা আদালতে। শনিবার দুপুরে তাকে আসানসোলের জেলা আদালতের সিজিএম তরুণ কান্তি মন্ডলের এজলাসে পেশ করা হয়েছিলো। সিবিআই তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের হেফাজত চায়। কিন্তু দু’পক্ষের আইনজীবী সওয়াল-জবাব শেষে বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ৮ সেপ্টেম্বর রাজুকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। ধৃতর বিরুদ্ধে সিবিআই ভারতীয় দন্ডবিধির ৪২০, ১২০ বি, ৪৬৭, ৪০৯ নং ধারায় মামলা করেছে।

চেয়ারম্যানের ৫ দিনের সিবিআই হেফাজত

সিবিআইয়ের দাবি, রাজুর ও রিসোর্ট থেকে ৮০ লক্ষ নগদ, একটি দেশী পিস্তল, ৪ টে ডেবিট কার্ড পাওয়া গেছে। রাজু সাহানির হয়ে এদিন আদালতে সওয়াল করেন দুই আইনজীবী প্রদীপ কর ও প্রসেনজিৎ নাগ। সিবিআইয়ের হয়ে ছিলেন শীবেন্দ্র সাচান ও রাকেশ কুমার। এই চিটফান্ড মামলায় ২০১৪ সালে ৪ টি এফআইআর হয় কুলটি থানায় । ২০১৮ সাল থেকে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে।

read also : রানীগঞ্জে চিকিৎসক এর বাড়ির দরজার তালা ভেঙ্গে লুটপাট

Leave a Reply