ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

 জেলার দুই শিক্ষারত্নকে সম্মানিত করলেন জেলাশাসক

বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার দুই শিক্ষারত্নকে সম্মানিত করলেন জেলাশাসক। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে জেলা প্রশাসনিক কার্যালয়ে সংবর্ধিত করা হয় রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষক ডঃ দেবাশীষ মন্ডল এবং তিলকা মাঝি এফ পি স্কুলের শিক্ষক রাধেশ্যাম ঘোষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর (ভার্চুয়াল) এই অনুষ্ঠান শুরু হয়। জেলাশাসক এস অরুন প্রসাদ দুই শিক্ষারত্নের হাতে শংসাপত্র, স্মারক, আর্থিক পুরস্কার এবং বই তুলে দেন। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে শিল্পাঞ্চলের দুই প্রথিতযশা শিক্ষককে শিক্ষক দিবসে বিশেষভাবে সম্মানিত করলো রূপনারায়নপুর পুলিশ। ৫ সেপ্টেম্বর সকালে রূপনারায়পুর ফাঁড়ির পক্ষ থেকে অফিসার হাসিবুর রহমান পুষ্পস্তবক, মিষ্টি এবং স্মারক ইত্যাদি দিয়ে হার্দিক সংবর্ধনা জ্ঞাপন করেন শিক্ষক অলক দাস এবং অর্ধেন্দু রায়কে। অর্ধেন্দুবাবু দীর্ঘ শিক্ষক জীবনে হিন্দুস্তান কেবলস হাইস্কুলে হাজার হাজার ছাত্রছাত্রীকে সুশিক্ষা দিয়েছেন, জীবনে পথ চলার দিশা দেখিয়েছেন। অবসর গ্রহণের পর এখনও তিনি সর্বদা শিক্ষার প্রসারে কাজ করে চলেছেন। 

অন্যদিকে স্বনামধন্য শিক্ষক অলক দাস এখনো সমান তালে সমাজ গড়ার কাজে দিনরাত এক করে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা দিয়ে চলেছেন। উন্নত মস্তক এই শিক্ষকের বহু ছাত্র-ছাত্রী সুপ্রতিষ্ঠিত হয়ে দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। এই দুজন সমাজ গড়ার কারিগরকে শিক্ষক দিবসে সংবর্ধিত করতে পেরে রূপনারায়ণপুর পুলিশ অত্যন্ত আনন্দিত বোধ করছে বলে জানান ওসি মনোজিৎ ধাড়া। এদিন সালানপুর থানার পক্ষ থেকেও একাধিক অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষককে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি

Leave a Reply