ASANSOL

উদ্ধার বিপুল পরিমানে অস্ত্র, এসটিএফের বড় সাফল্য

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর আবারো উদ্ধার হলো অস্ত্র, সালানপুর থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ানপুর বিহার রোড থেকে ১২টি পিস্তল ও ৪০টি কার্তুজ সহ দুজনকে গ্রেপ্তার করলো এসটিএফের দল। তাদের সালানপুর থানায় নিয়ে আসা হয়।

ধৃতদের নাম ছোটু ও বলরাম।জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফের দল অভিযান চালায়।জানা গিয়েছে বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়অস্ত্র গুলি আনা হচ্ছিল,তবে তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি।
গতকাল রাত্রে এস টি এফের দল ওদের কাছ থেকে দুই নাইন এমএম,দুটি সেভেন এমএম এর জাতীয় পিস্তল উদ্ধার হয়েছে, সঙ্গে উদ্ধার হয়েছে দুই কারবাইন সহ মোট ১২টি পিস্তল এছাড়াও প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *