ASANSOL-BURNPUR

বার্ণপুরে ইস্কো কারখানা গেটে বিভিন্ন শ্রমিক সংগঠনের ধর্ণা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১০ সেপ্টেম্বরঃ বেসরকারিকরণের বিরোধিতা করে শনিবার আসানসোলের বার্নপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানার স্কোব গেটে ধর্ণা আন্দোলন করা হল। ইনটাক, সিটু, এইচএমএস ও আইটাক শ্রমিক সংগঠনের ডাকে এই ধর্না আন্দোলন করা হয়। শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই ধর্ণা আন্দোলন চলে । ছিলেন ইনটাকের সাধারণ সম্পাদক হরজিৎ সিং, মমতাজ আহমেদ, শুভজিৎ বসু সহ অন্যান্যারা। এই ধর্ণা আন্দোলনের মাধ্যমে শ্রমিক সংগঠন নেতারা দাবি তুলেছেন, কোনো ভাবেই রাষ্ট্রায়ত্ত কারখানাকে বেসরকারি করণ করা চলবে না।


প্রসঙ্গতঃ, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড বা এফএসএনএলের বার্ণপুর ইস্কো কারখানা সহ দেশে যত ইউনিট রয়েছে, তা বেসরকারি করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তর বিরোধিতা করে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।


এদিন এই প্রসঙ্গে ইনটাকের হরজিৎ সিং বলেন, যখন থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার এসেছে, তখন থেকেই দেশের রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোর উপর কালো মেঘ নেমেছে। এই সরকারের একটা লক্ষ্য দেশের সব সরকারি বিক্রি করে দেওয়া। লাভজনক হলেও, সেই সংস্থাকে পরিকল্পনা করে রুগ্ন দেখানো হচ্ছে। পরে তা নিজেদের ঘনিষ্ঠ পুঁজিপতিদের হাতে মোদি সরকার তুলে দিচ্ছে। তিনি আরো বলেন, আমরা এটা কোন দিনই করতে দেবোনা। আরো বৃহত্তর আন্দোলন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *