ASANSOLRANIGANJ-JAMURIA

অমৃতনগর কোলিয়ারির ফুটবল ময়দানে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের আয়োজন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের অমৃতনগর কোলিয়ারির ফুটবল ময়দানে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। যেখানে ১৬ টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় মা মাটি মানুষ দল ও সুপার হান্টার ফুটবল দল। এদিন আদিবাসী সংগঠনের সম্পাদক অজিত কোড়া নেতৃত্বে সম্পন্ন হয় খেলাটি। এ খেলায় উপস্থিত হন দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

এদিন খেলার উদ্যোক্তারা দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি হওয়ার প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে তাদের প্রতিকৃতিকে সামনে রেখেই তাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এই খেলায় উপস্থিত হয়ে আদিবাসী নাচ-গানে মেতে ওঠেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি এদিন নিজের বক্তব্যে দাবি করেন খেলার মধ্যেও তৃণমূল রাজনীতি আনতে চায় তা কখনোই উচিত নয়। তার দাবি সমস্ত জায়গাতেই একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যেতে দেখা গেছে তৃণমূলকে আবার নতুন করে খেলাধুলার ময়দানেও তারা রাজনীতি আনতে চাইছে যা খুবই হাস্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *